নয়াদিল্লিঃ জেট এয়ারওয়েজ সাময়িকভাবে সব উড়ান বাতিল করতে চলেছে। সাময়িকভাবে এই সংস্থাব সব উড়ান বাতিল করা হলে বিপাকে পড়বেন যাত্রীরা। কারণ অনেকেরই আগাম টিকিট কাটা রয়েছে। আর এই খবর চাউর হতেই জোর চর্চা শুরু হয়েছে। জানা গেছে, ৮ হাজার কোটি টাকা দেনা নিয়ে চলছে এই সংস্থা। তাই জন্য ১০টি বিমান নিয়ে তারা কাজ চালাচ্ছে। সম্প্রতি জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল এবং স্ত্রী অনিতা গোয়েল গত মাসে এই সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন। এসবিআই ক্যাপিটাল মার্কেটসের পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে এই বিমান সংস্থাকে বাঁচানোর। ইতিমধ্যেই এই বিমান সংস্থা ১৮ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে। কবে থেকে তা চালু হবে তা কিছু এখনও জানানো হয়নি।