দেশ

লাইনচ্যুত হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেসের ১২টি কামরা, আহত ১৪

ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা। গভীর রাতে উত্তরপ্রদেশে লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস। কানপুরের কাছে রোমা স্টেশনে বেলাইন হয়ে যায় ট্রেনের ১২টি কামরা। তার মধ্যে ৪টি কামরা উলটে গিয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের নিয়ে যাওয়া হয় হালেট হাসপাতালে। তাঁদের মধ্যে ১১ জনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চলছে উদ্ধারকাজ। উত্তর রেলের আধিকারিক জানিয়েছেন, রাত ১২টা ৫৪ মিনিট নাগাদ প্রয়াগ রওনা দেওয়ার পর কানপুরের কাছে রোমা স্টেশনে দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, যে কামরাগুলি লাইনচ্যুত হয়েছে, সেগুলি হল B1, B2, B3, B4, B5, A1, A2, HA1, S8, S9। এছাড়া একটি প্যানট্রি কার ও পাওয়ার কারও বেলাইন হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন সিনিয়র পুলিশ সুপার, ইন্সপেক্টর জেনারেল ও অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। চলছে উদ্ধারকাজ । ইতিমধ্যে হাওড়া স্টেশনে রেলের হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেগুলি হল- (033) 26402241, 26402242, 26402243।