ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ আজ দিল্লিতে তাপমাত্রা ৪১.৭ ডিগ্রিতে। বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৪৩.০ ডিগ্রিতে। এর জেরে দিল্লিতে প্রবল ধুলোঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরে রিপোর্ট অনুযায়ী , আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে ধুলো ঝড়। পশ্চিমী ঝঞ্চার জন্য উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আর্দ্রতার পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে। আর তার জন্য দিল্লি ও হরিয়ানায় প্রবল ধুলো ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। শুধু দিল্লি নয়, জম্মু-কাশ্মীরেও ধুলোঝড়ের আশঙ্কা রয়েছে।