দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনি, জারি সতর্কতা

আজই চেন্নাই ও তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে চলেছে ফেনি। যদিও তার আগে আবহাওয়া বিভাগ থেকে সতর্ক করা হয়েছে। ঝড়ের সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাতও। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় এই ফেনি নামের সাইক্লোনটি তৈরি হয়েছে। এই সাইক্লোন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানাচ্ছে আইএমডি। তাই ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। যতটা আশঙ্কা করা হচ্ছে, ততটাই শক্তি নিয়ে ফেনি সাইক্লোনের আবির্ভাব ঘটলে, গত ছ’মাসে এই নিয়ে দ্বিতীয় বার এই পরিস্থিতির মুখে পড়বে তামিলনাড়ু। গত বছর নভেম্বরেই দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় গাজা আছড়ে পড়েছিল। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের। আবহাওয়া দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড় ঘনীভূত হবে। তার পরে এই সাইক্লোনের জেরে তামিলনাড়ু ও শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্র-বিদ্যুত্‍সহ ঝড় হবে।