দেশ

শুরু হল চতুর্থ দফার ভোটগ্রহণ

নয়াদিল্লিঃ আজ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শুরু হল। সারা দেশের ৯টি রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হল। এই বাহাত্তরটি কেন্দ্রে ভোটের প্রচার শেষ হয়েছে শনিবার বিকেলে। চতুর্থ দফায় ভোট দেবেন ১২ কোটি ৭৯ লক্ষ ভোটার। ৭২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯৬১ জন প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে আছেন কয়েকজন হেভিওয়েট। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিং,অভিনেত্রী সাংসদ মুনমুন সেন সহ আরও অনেকে। বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দফায় ভোট হবে। পশ্চিমবঙ্গের আটটি আসনের জন্য লড়াই হচ্ছে ৬৮ জন প্রার্থীর মধ্যে। তালিকায় রয়েছেন ৯ জন মহিলা।

এজনজরে দেখে নেওয়া যাক চতুর্থ দফার নির্বাচন কেন্দ্র গুলি-

১) বিহারের ৫টি আসনে ভোট। সেগুলি হল – দ্বারভাঙা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের ।
২) জম্মু -কাশ্মীরের অনন্তনাগে এদিন ভোট রয়েছে ।
৩) ঝাড়খণ্ডের ৩টি আসনে ভোট। সেগুলি হল- চাতরা, লোহারডাগা এবং পালামৌ।
৪) মধ্যপ্রদেশের ৬টি আসনে ভোট। সেগুলি হল – সিধি, শাদোল, জবলপুর, মান্দলা, বালাঘাট, ছিন্দওয়ারা।
৫) মহারাষ্ট্রের ১৭টি আসনে ভোট, সেগুলি হল- নান্দুরবার, ধুলে, দিন্দরি, নাসিক ( উত্তর মহারাষ্ট্র), পালঘর, ভিওয়ান্দি, কল্যাণ, থানে,মুম্বই নর্থ, মুম্বই নর্থ ওয়েস্ট, মুম্বই সাউথ, মুম্বই সাউথ সেন্ট্রাল, মাভাল, শিরুর, শিরদি।
৬) ওড়িশার ৬টি আসনে নির্বাচন, সেগুলি হল – হল, ময়ূরভঞ্জ, বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপারা, জগতসিনপুর ।
৭) রাজস্থানের ১৩ আসনে ভোট। সেগুলি হল- টঙ্ক-সোহাই মাধপুর, আজমেড়, পালি, যোধপুর, বাড়মের, ঝালোর, উদয়পুর, বাঁশওয়ারা, চিতোরগড়, রাজসামান্দ, ভিলওয়ারা, কোটা, ঝালাওয়ার-বারান।
৮) উত্তর প্রদেশের ১৩টি আসনে ভোট। সেগুলি হল – শাহজাহানপুর, খেরি, হারদই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর, জালাউঁ, ঝাঁসি, হামিরপুর।
৯) পশ্চিমবঙ্গের যে ৮টি আসনে নির্বাচন। সেগুলি হল- বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর।