দেশ

ঘূর্ণিঝড় ফেনির মোকাবিলায় বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঘূর্ণিঝড় ফেনি মোকাবিলায় এক বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন মন্ত্রকের প্রস্তুতি কতটা, তা খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেলে যা পুরী অতিক্রম করবে বলে আবহাওয়া দফতরের অনুমান। প্রধানমন্ত্রী সিনিয়র অফিসারদের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ত্রাণ ও উদ্ধার কাজেও জোর দিতে বলেছেন তিনি।
কেন্দ্রের সিনিয়র অফিসারদের তিনি নির্দেশ দিয়েছেন, যাতে রাজ্যগুলির আধিকারিকদের সঙ্গে সমম্বয় রক্ষা করে চলেন। বৈঠকে প্রধানমন্ত্রীকে ঘূর্ণিঝড়ের পথ সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাও জানানো হয়। যার মধ্যে রয়েছে, এনডিআরএফ এবং সেনাবাহিনী মোতায়েনের কথাও। পুরো বিষয় পর্যালোচনা করার পর প্রধানমন্ত্রী সিনিয়র অফিসারদের নির্দেশ দেন, যাতে তাঁরা ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেন এবং পর্যাপ্ত ব্যবস্থা নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব, প্রিন্সিপাল সচিব ছাড়াও অ্যাডিশনার প্রিন্সিপাল সচিব, স্বরাষ্ট্রসচিব হাজির ছিলেন। এছাড়াও ছিলেন আবহাওয়া দফতর, এনডিআরএফ, এনডিএমএ এবং পিএমও-র আধিকারিকরাও।