দেশ

অক্ষয়কে আইএনএস সুমিত্রাতে নিয়ে যাওয়াটা কি ঠিক ছিল’‌, প্রশ্ন দিব্যা ‌স্পন্দনার

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী‌ রাজীব গান্ধী নাকি আইএনএস বিরাটকে ট্যাক্সির মতো ব্যবহার করেছিলেন। এমনকী ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার পর দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এমনকি তত্‍কালীন সেনার আধিকারিক থেকে শুরু করে লাক্ষাদীপের প্রশাসকও প্রধানমন্ত্রীর এই দাবিকে মিথ্যে বলেছেন। আর এর মধ্যেই মোদির বিরুদ্ধেই একই অভিযোগ আনলেন দক্ষিণী অভিনেত্রী তথা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের নেত্রী দিব্যা স্পন্দনা। ২০১৬ সালে অক্ষয় কুমারকে নিয়ে আইএনএস সুমিত্রায় গিয়েছিলেন মোদি। সেই বিষয়টি তুলে ধরেই প্রশ্ন তুললেন দিব্যা। কানাডার পাসপোর্ট থাকায় নিয়মানুযায়ী ভোট দিতে পারেননি বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কারণ সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব রয়েছে এমন কেউ ভোটগ্রহণে অংশ নিতে পারেন না। কিন্তু বিদেশি পাসপোর্ট থাকা সত্ত্বেও সেই ব্যক্তিকে কীভাবে মোদি নৌসেনার যুদ্ধজাহাজে নিয়ে গেলেন, সেই বিষয়ে প্রশ্ন তুললেন দিব্যা। অক্ষয় এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নার আইএনএস সুমিত্রায় যাওয়ার ছবি টুইটারে পোস্ট করেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের নেত্রী দিব্যা স্পন্দনা।