শীর্ষস্থানে উঠে এলেন ঝুলন গোস্বামী। সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে মহিলাদের ক্রিকেটে বোলারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন বাংলার ঝুলন। ২০১৭–র ফেব্রুয়ারির পর আবার শীর্ষস্থানে উঠলেন ঝুলন। অস্ট্রেলিয়ার মেগান স্কট ও পাকিস্তানের সানা মিরকে টপকেছেন ঝুলন। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের একদিনের সিরিজে ঝুলন ৮ উইকেট পান। এই মুহূর্তে একদিনের ক্রিকেটে ঝুলনের উইকেট সংখ্যা ২১৮। মহিলাদের ক্রিকেটে ঝুলনই বর্তমানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।