খেলা

দুর্দান্ত জয় কেকেআর-এর

সানরাইজার্স: ১৮১-৩ ( ওয়ার্নার ৮৪, বিজয় শংকর ৪০)
কেকেআর: ১৮৩-৪ (নীতীশ ৬৮, রাসেল ৪৯),
কেকেআর ৬ উইকেটে জয়ী

কলকাতাঃ আজ ইডেনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করলেন ডেভিড ওয়ার্নার। তাঁর ৫৩ বলে ৮৫ রানের ঝকঝকে ইনিংসে ভর করেই ১৮০ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে যায় সানরাইজার্স। এদিন, ৮৫ রানের ইনিংসে একটি রেকর্ডও করেছেন ওয়ার্নার। ওয়ার্নার ছাড়া জনি বেয়ারস্টো (৩৯) এবং বিজয় শংকরও (৪০) ভাল খেললেন। ১৮২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভাল না করলেও নীতীশ রানা, রাসেল এবং শেষবেলায় শুভমান গিলের ব্যাটে ভর করে দুর্দান্ত জয় তুলে আনল কেকেআর। রাসেল মাত্র ১৯ বলে করলেন ৪৯ রান। আর শুভমান ১০ বলে ১৮।শেষ ওভারে সাকিবের বলে জোড়া ছক্কা হাকিয়ে জয় এনে দিলেন তিনিই। নীতীশ রানা করেন ৬৮ রান। মূল কাজটা অবশ্য করে দিয়েছেন রাসেল এবং নীতীশ রানা।শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।