খেলা

সুপার ওভারে হার কেকেআর-এর

কেকেআর: ১৮৫/৮ (কার্তিক-৫০, রাসেল-৬২)
দিল্লি ক্য়াপিটলস: ১৮৫/৬ (পৃথ্বী- ৯৯, শ্রেয়াস-৪৩)
সুপার ওভারের পর জয়ী দিল্লি ক্য়াপিটলস

তীরে এসে ডুবল তরী, হার কেকেআর-এর, জয় ছিনিয়ে নিয়ে গেল দিল্লি ক্যাপিটালস৷
টানটান উত্তেজনা। শেষ বল পর্যন্ত সাসপেন্স। লড়াই যখন প্রিন্স বনাম কিং, তখন ক্লাইম্যাক্স জমে উঠেছিল। আজকের রুদ্ধশ্বাস ম্যাচ পৌঁছে গেল সুপার ওভারে। নির্ধারিত কুড়ি ওভারের শেষ বলে দিল্লির প্রয়োজন ছিল মাত্র ২ রান। কিন্তু হল এক রান। আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে প্রথমে ব্যাট করে ১০ রান করে শ্রেয়াসের দিল্লি। কিন্তু রাবাদার অবিশ্বাস্য় ওভারে সে রানও তুলতে পারল না কেকেআর। রাজধানীতে রুদ্ধশ্বাস ম্যাচে দাদার বিরুদ্ধেই থামল কার্তিকের বিজয়রথ।

সুপার ওভার

সুপার ওভার শেষে নাইট রাইডার্স-৭/১
শেষ বলে দিল্লির খরচ ১ রান৷ হার কেকেআরের৷
শেষ বলে দরকার ৪ রান৷
শেষ দু’বলে দরকার ৬ রান
এক রান নিল উথাপ্পা৷
৩ বলে কেকেআরের দরকার ৭ রান৷
আউট রাসেল৷ তৃতীয় বলে আউট রাসেল৷ ছিটকে গেল রাসেলের মিডল স্টাম্প। ৩ বলে ৪ রান করে ফিরলেন রাসেল৷ ইর্য়কারে আউট রাসেল৷
দ্বিতীয় বল ডট৷ পারফের্ট ইর্য়কারে রাসলকে আটকে দিলেন রাবাদা।
শুরুটাই হল চার দিয়ে, ওভারের প্রথম বলেই চার হাঁকালেন রাসেল৷
নাইটদের হয়ে ক্রিজে আন্দ্রে রাসেল, সঙ্গী অধিনায়ক দীনেশ কার্তিক, দিল্লির হয়ে বল করছে কাগিসো রাবাদা৷
সুপার ওভার শেষে ১০ রান করল দিল্লি৷ কেকেআরেরে টার্গেট ১১ রান৷
আউট শ্রেয়স, ছয় মারতে গিয়ে আউট। সুপার ওভারে তিন বল শেষে ৫/১