বিদেশ

ইরানে বন্যার বলি ১৯

ইরানে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। যার জেরে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বন্যায় প্রায় ১০০ জনেরও বেশি লোক আহত হয়েছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এই বন্যার ফলে প্রচুর বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বন্যায় ভেসে গেছে শত শত গাড়ি। শিরাজ শহর ছাড়াও ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও ব্যাপক বন্যার কবলে পড়েছে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশটিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জারি করা হয়েছে সতর্কতা।