জেলা

সার্কিট বেঞ্চের উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই

আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের শুভ উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পাশাপাশি রাজ‍্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে ৫৫টি ফার্স্ট ট্র্যাক কোর্ট রাজ্য সরকারের খরচায় চলছে বলে দাবি করেছেন তিনি। সেকারণেই উত্তরবঙ্গের মানুষ যাতে তাড়াতাড়ি বিচার পান সেকারণে জলপাইগুড়ির এই সার্কিট বেঞ্চ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেলার আইনজীবীরা যাতে সহজে কাজ করতে পারেন সেকারণে তাঁদের বাংলায় সওয়াল করতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের মানুষরা যাতে তাড়াতাড়ি বিচার পায় সেজন্য বিচারপতিদের অনুরোধ করেছেন তিনি।