জেলা

বিজেপির যুব নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার

হক জাফর ইমামঃ  উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপির যুব নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার বিজেপির যুবমোর্চার উত্তর দিনাজপুর জেলা সভাপতি। পরিবারের অভিযোগ, পুলিশ ষড়যন্ত্র করে আগ্নেয়াস্ত্র ও বোমা রেখে ফাঁসিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গতকাল রাতে বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি ভক্ত রায়ের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে বিজেপি নেতার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বাড়ির উঠোন থেকে বোমা উদ্ধার করে পুলিশ। রাতেই গ্রেপ্তার করা হয় বিজেপি নেতা ভক্ত রায়কে। উদ্ধার হওয়া বোমা ওই নেতার বাড়িতেই বালি চাপা দিয়ে রাখে পুলিশ। উদ্ধার হওয়া বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বোম্ব স্কোয়াডকে আনা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও বিজেপি নেতা ভক্ত রায়ের ভাই অভিযোগ করে বলেছেন, পুলিশই ষড়যন্ত্র করে আগ্নেয়াস্ত্র ও বোমাগুলি সাথে করে নিয়ে এসে তার ভাইকে ফাঁসিয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। গতকালই রায়গঞ্জে এফ সি আই মোড়ে এক ভবনে ছিল বিজেপির রায়গঞ্জ লোকসভা ভিত্তিক ” বিশেষ কার্যকর্তা বৈঠক ” ও প্রশিক্ষন শিবির। ওই শিবির ও বৈঠকে কেন্দ্রীয়, রাজ্য ও জেলা বিজেপি নেতাদের সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপি যুবমোর্চার সভাপতি ভক্ত রায়। রাতেই পুলিশ গোপনসূত্রে খবর পায় রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিজেপির যুবমোর্চার সভাপতি ভক্ত রায়ের বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত রয়েছে। রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী রাতেই হানা দেয় বিজেপি নেতা ভক্ত রায়ের বাড়িতে। তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বোমাগুলি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় বিজেপির যুব নেতা ভক্ত রায়কে। বিজেপির যুব নেতার পরিবার পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলার পাশাপাশি বিজেপির রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আহ্বায়ক প্রদীপ সরকার অভিযোগ করেন, যখনই জেলায় তৃনমূলের কোনও বড় মাপের নেতা সভা করতে আসেন তখনই বিজেপি নেতা কর্মীদের ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, গতকাল জেলার কানকিতে রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর কর্মীসভা ছিল। বিজেপি নেতার বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার ধৃত বিজেপির যুবমোর্চার জেলা সভাপতি ভক্ত রায়কে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।