জেলা

গ্রেপ্তার তিন পাচারকারী, উদ্ধার ১২৫ কেজি গাঁজা, বড় সাফল্য দাঁতন থানার

কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ  গাঁজা উদ্ধার ও গ্রেপ্তারিতে সাফল্যের রেকর্ড দাঁতন থানায়। ফের একবার দাঁতন থেকে আটক হয় গাঁজা ভর্তি গাড়ি। গ্রেপ্তার হয় তিন পাচারকারী। আবারও গাঁজা উদ্ধার দাঁতনে। ভোট আসতেই সক্রিয় হয়েছে পুলিশ।নির্বাচন কমিশনের নির্দেশে প্রতিটি থানায় চলছে নাকা চেকিং। এই নাকা চেকিংয়ে দাঁতন থানার অন্তর্গত ৬০ নং জাতীয় সড়ক থেকে মোট ১২৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে দাঁতন থানার পুলিশ। ধৃতদের নাম সঞ্জীব বেহেরা,বাড়ি উড়িষ্যা ভুবনেশ্বরে। বিকেলে গ্রেপ্তার হয় শন্তু বার(৪১), বাড়ি যাদবপুরে, গৌতম সরদার(৩০), বাড়ি দক্ষিন ২৪ পরগনার মন্দির বাজার।ফের বৃহস্পতিবার সকালে দাঁতন থানার নাকা তল্লাশি তে উদ্ধার হল প্রায় ৬৫ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় চারজন কে।
পুলিশ সূত্রে জানা গেছে উড়িষ্যার দিক থেকে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় ওই গাড়িগুলিকে আটক করে গাঁজা উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার তাদের দাঁতন আদালতে তোলা হয়।