জেলা

প্রার্থী পছন্দ নয় তাই সিপিআই ছাড়লেন খড়গপুর লোকাল কমিটির সম্পাদক সহ ১০ সদস্য

কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুরঃ প্রার্থী পছন্দ নয় তাই সিপিআই ছাড়লেন খড়গপুর লোকাল কমিটির সম্পাদকসহ ১০ সদস্য। এছাড়া দল ছাড়লেন ৩০০ কর্মীও। ঘটনাটি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব ভট্টের প্রতিদ্বন্দ্বীতা কি ঘিরে। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই মেদিনীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কে নিয়ে অসন্তোষ বার ছিল খরগোপুর বিধানসভার সি পি আই এর নিচুতলার কর্মীদের মধ্যে। অবশেষে লোকাল কমিটির সম্পাদক অসিত বসাকের নেতৃত্বে দলত্যাগী হলেন সিপিআই কর্মীরা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সিপিআই সংগঠনের ভাঙ্গন নির্বাচনে যে প্রভাব ফেলবে তা মানছেন দলীয় নেতারাও তবে এখনই ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিতে নারাজ তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখে তবেই বামফ্রন্টের তরফ থেকে প্রতিক্রিয়া দেয়া হবে বলে জানিয়েছেন সি পি আই এর জেলা নেতারা।