নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: নির্বাচনে এই বাংলায় আগামী ২৩শে মে ২৩টা সিট জয় করে দেখিয়ে দেব। আমি যেখানেই প্রথম দাঁড়াই সেখানেই জিতি। খড়গপুর, মেদিনীপুরের লোক মাফিয়া রাজ আর চায় না তাই তৃণমূল মেদিনীপুর লোকসভাতে আর জিততে পারবে না।ভারতী ঘোষ সম্বন্ধে জানান উনি দক্ষ পুলিশ অফিসার ছিলেন।কিন্তু ওনার ওপর অনেক অত্যাচার হয়েছে,রাজনৈতিক স্বার্থে ওনাকে ব্যবহার করা হয়েছে। উনি সেই অত্যাচারের প্রতিবাদ রাজনৈতিকভাবে প্রতিশোধ নিতে চান।আমার মনে হয় ঘাটালের মানুষ ওনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে। আর তৃণমূল প্রার্থী মানষ রঞ্জন ভূঁইয়া সম্বন্ধে বলে উনি গত লোকসভা নির্বাচনে হেরেছেন, এবারেও হারবেন। হেরে যাওয়ার ভয়ে আগে থেকেই রাজ্যসভার সদস্য হয়েছেন।
Related Articles
শান্তিপুরে রেল অবরোধ
আজ সকালে শিয়ালদহ-শান্তিপুর ৫৯সি রেলগেট অবরোধ। অভিযোগ, বেহাল লেভেল ক্রসিং লাগোয়া রাস্তা। মাঝেমধ্যেই ঘটছে ছোট, বড় দুর্ঘটনা। একাধিকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই সমস্যার পড়ছেন স্থানীয়রা। বাধ্য হয়ে শুক্রবার সকালে রেলগেট অবরোধ করে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। সকাল পৌনে ৯টা থেকে এই অবরোধ শুরু হয়। রেল কর্তৃপক্ষের আশ্বাসে ১ ঘন্টা ১৫ মিনিট […]
আজ জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভাঙন রোধে বছরের পর বছর বাংলাকে এক টাকাও দেয়নি কেন্দ্র। বাংলার চা শ্রমিকদের ভাতে মেরে বিজেপি শাসিত অসমের বাগান মালিকদের মুনাফার ব্যবস্থা করেছে তারা। এছাড়াও রয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ থেকে শুরু করে বিএসএফের বিরুদ্ধে এ রাজ্যে অনুপ্রবেশকারী ঢোকানোর অভিযোগ। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একাধিক জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব ইস্যুতে কেন্দ্র তথা […]
ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডবে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে করেন মুখ্যমন্ত্রী
ঘূর্ণিঝড় বুলবুল তাণ্ডবে বিপর্যস্ত বকখালি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। নির্ধারিত উত্তরবঙ্গ সফর বাতিল করে আজ আকাশপথে বকখালি ও নামখানা পরিদর্শনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তীর্ণ এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন তিনি। সাইক্লোনে আক্রান্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা পর্যালোচনার জন্য কাকদ্বীপে আয়োজিত প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি ঘোষণা করেছেন, প্রত্যেক জেলার […]