পশ্চিম মেদিনীপুর: সাত সকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার কবলে পড়ল এক যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে বেলদা থানার অন্তর্গত ঠাকুরচোক থেকে খাকুরদা গামী রাজ্য সড়কের বিবেকানন্দ মোড়ে।ঘটনায় জানা যায় গোপীবল্লবপুর দীঘা যাত্রীবোঝাই বাসটি বেলদা থেকে খাকুরদা দিকে আসার সময় ঠাকুরচক ও খাকুড়দার মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে বাসের স্টিয়ারিং জ্যাম হয়ে যায়,ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার কাছে গাছে গিয়ে ধাক্কা মারে ।এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন । স্থানীয়রা তাদের উদ্ধার করে বেলদা গ্রামীণ হসপিটালে গ্রামীণ হসপিটালে ভর্তি করে ।এদের মধ্যে কয়েকজনের অবস্থা অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।সাত সকালে দুর্ঘটনা ঘটায় কোন যানজটের সৃষ্টি হয়নি । দুর্ঘটনার পরে চালক পালিয়ে যাওয়ায় বাসটিকে আটক করেছে পুলিশ ।
Related Articles
বিজেপির যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ, পদত্যাগের পর শুভেন্দুকে খোঁচা, অস্বস্তিতে গেরুয়া শিবির
কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের দিনেই বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ। ফেসবুকে নিজের ইস্তফার কথা জানিয়ে সৌমিত্র খাঁ দাবি করেছেন, তিনি বিজেপির সঙ্গেই আছেন। পোস্টে তিনি লিখেছেন, “আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আগামী দিনে বিজেপিতে থাকব, ভারত মাতা কি জয়।” […]
উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষায় গণ টোকাটুকিতে বাধা, প্রধান শিক্ষককে মারধর, স্কুল ভাঙচুর
উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার নকলে বাধা দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠলো একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এমন কি উত্তেজনা তৈরি করতে বেশ কিছু পরীক্ষার্থীরা ক্লাসরুমের চেয়ার , টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে মোথাবাড়ি থানার রথবাড়ি হাইস্কুলের এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন পরীক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে কিল, […]
সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কর্মশালা বনকর্মীদের নিয়ে
কার্ত্তিক গুহ, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ জীবনজীবিকার জন্য জঙ্গলের উপর নির্ভরশীল। প্রতিদিনই শয় শয় মানুষ জঙ্গলে ঢোকেন শালপাতা, কাঠ ইত্যাদি সংগ্রহ করতে কিংবা গরু-ছাগল চরাতে। এর ফলে বহু মানুষই সাপের কামড়ের মুখোমুখি হন। জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে এরপর সচেতনতার অভাবে অনেকেই ওঝার কাছে চিকিৎসার জন্য চলে যান। ফলে প্রায়শই সর্পদংশনে মৃত্যুর ঘটনা ঘটছে। প্রতিবছর বিশেষত এই […]