শিলিগুড়িঃ শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হল একজনকে। ধৃতের নাম চিরন রোকা। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। গতকাল বিস্ফোরক নিয়ে পানিট্যাঙ্কি হয়ে শিলিগুড়ি থেকে নেপালে যাচ্ছিল সেই যুবক। অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে সে এসএসবি-র জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিস্ফোরক। পরে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০৫ প্যাকেট নিওজেল ৯০ পাওয়ারজেল এবং ৩৫৫টি ইলেক্ট্রিক্যাল ডিটোনেটোরস।