নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দিদিমণির যদি প্রধানমন্ত্রী হওযার ইচ্ছা হয় তাহলে পশ্চিমবাংলার যে কোন সিটে দাঁড়ান সেখানে যদি বিজেপির ভয় আছে তাহলে ঝাড়খন্ডে দাঁড়ান, বিহারে দাঁড়ান, আসাম ও ত্রিপুরায় দাঁড়ান যেখানে দাঁড়াবেন সেখানে আমরা হারাবো পশ্চিম মেদিনীপুরের মাতকাতপুর যুবক সংঘ মাঠে ভারতীয় জনতা মহিলা মোর্চার ডাকে মহিলা মহা সম্মেলনে এমনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিনের দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, দিদি বলছেন প্রধানমন্ত্রী হব এদিকে ভোটে দাঁড়ানোর সাহস নেই। পশ্চিমবাংলার কোন সিটে তিনি দাঁড়াননি তাহলে কি করে প্রধানমন্ত্রী হবেন । আমরাওতো চাই কোন বাঙ্গালী প্রধানমন্ত্রী হোক কিন্তু তার সেই সাহস নেই । ভায়েরা বলছে দিদি প্রধানমন্ত্রী হবে কিন্তু দিদির সাহস নেই । তিনি ভাবছেন কোলকাতা ছেড়ে যাব তাহলে কোলকাতাও যাবে আর দিল্লীও যাবে দুটোই থাকবে না। ভাইপো বলছে পিসি তুমি দিল্লী যাও, পিসি তুমি দিল্লী যাও, ব্যাপারটা কি আমরা বুঝি পিসিকে দিল্লী পাঠিয়ে দিয়ে নবান্নে উনি বসতে চাইছেন। পিসি ভাবছে একটাতো হাতে আছে এটাতো থাক নাহলে এটাও যাবে ওটাও যাবে। দিদি ভোটের হাওযাতেই থাকছেন না, দিদি বুঝে গেছেন দিল্লীতো অনেক দূরের কথা এখানে ৩৪ টা সিট আছে আর্ধেক যদি জিতে আসতে পারে চোদ্দপুরুষের ভাগ্য ভাল। এদিন এগরা, ও বেলপাহাড়ি থেকে কয়েক শতাধিক মুসলিম মহিলা বিজেপি তে যোগদান করেন। রাজ্য সভাপতি ও মেদিনীপুর লোকসভার প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত কুমার দাশ, মহিলা মোর্চার জেলা সভানেত্রী উজ্জ্বলা সাহা,রাজ্য কমিটির সম্পাদিকা তনুজা চক্রবর্তী, মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী পলি ঘোষ, অঞ্জনা পয়ড়্যা,জেলা পর্যবেক্ষক বিজয় ব্যানার্জি, জোনাল পর্যবেক্ষক তুষার মুখার্জি, লোকসভা পালক বিবেক সোনকার, জোনাল বিস্তারক প্রমুখ বিবেক জী সহ রাজ্য ও জেলার অন্যান্য নেতৃত্বগণ। দেখুন ভিডিও-
Related Articles
মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার মাস্টারমাইন্ড, বাড়ি ফিরছেন ঘরছাড়ারা
মুর্শিদাবাদে হিংসার ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । দলের মাথায় রয়েছেন ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ ওয়াকার রেজা । তিনি মুর্শিদাবাদে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশের ক্যাম্পে এখনও রয়েছেন । পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে । বৃহস্পতিবার ভবানী ভবনে একথা জানান এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার । তিনি আরও জানান, জাফরাবাদে বাবা ও ছেলেকে […]
দার্জিলিং চিড়িয়াখানায় এল এক নতুন অতিথি
দার্জিলিং চিড়িয়াখানায় কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও একটি রেড পান্ডার জন্ম হল। চলতি মাসে এই নিয়ে মোট তিনটি রেড পান্ডার জন্ম হল। এই ছোট্ট রেড পান্ডার শাবক নিয়ে এই মুহূর্তে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা সংখ্যা বেড়ে দাঁড়াল ছাব্বিশ।পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের অধিকর্তা ধরমদেও রাই জানান, রেডপান্ডার প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানার গোটা দেশে পরিচিতি রয়েছে। তোপকেদারায় […]
‘রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো বলে মা তাঁকে কোলে নিতেন না’, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
“রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো বলে মা তাঁকে কোলে নিতেন না ।” বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটা বললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ইতিমধ্যেই এ-নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রীতিমতো ৷ কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে বুধবার একটি অনুষ্ঠান ছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে । সেখানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে […]