দার্জিলিংয়ে বিজেপির প্রার্থীকে ঘিরে অসন্তোষ, পদত্যাগ মোর্চা নেতার দার্জিলিংঃ দার্জিলিংয়ে আগের বারের বিজেপির জয়ী প্রার্থী এসএস আলুওয়ালিয়াকে এবারে প্রার্থী করা হয়নি। সেই জায়গায় প্রার্থী হয়েছে রাজু সিং বিস্তাকে। এনিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে মোর্চা শিবিরে। শুধু তাই নয় এর জেরে পদত্যাগ করলেন এক মোর্চা নেতা। ভোটের মুখে পাহাড়ে হাত মিলিয়েছে জিএনএলএফ ও বিমল গুরুং পন্থী মোর্চা। রবিবার বিমলপন্থী মোর্চা তাদের সোশ্যাল সাইটে রাজু সিং বিস্তার প্রার্থী হওয়ার কথা প্রথম প্রকাশ করে। পরে রাজু সিং বিস্তার নাম ঘোষণা করেন কৈলাশ বিজয়বর্গীয়। এর পরই শুরু হয়ে যায় গোলমাল। রাজু সিং-এর নাম ঘোষণার পর পরই মোর্চা নেতা স্বারাজ থাপা ক্ষোভে ফেটে পড়েন। শুধু তাই নয়, প্রতিবাদে তিনি দলের সব পদ থেকে পদত্যাগও করেন। তাঁর অভিযোগ, দার্জিলিংয়ে পাহাড়ের কোনও ভূমিপুত্রকে প্রার্থী করা উচিত ছিল, একজন বহিরাগতকে কেন প্রার্থী করা হল ? ফাইল চিত্র।