পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার সকাল ৯টা থেকে জগদ্দলে ২৯ নম্বর রেলগেটে অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুন সিং-এর অনুগামীদের। বন্ধ হয়ে পড়ে শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। অবশেষে নির্বাচন কমিশনের আশ্বাসে জগদ্দলে রেল অবরোধ তুলল বিজেপি। সকাল সাড়ে ১১টার সময়ে বিজেপির অভিযোগ শুনবে রাজ্য নির্বাচন কমিশনার। অভিযোগ শোনার পর তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। এরপরই অবরোধ তুলে নেন বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকরা। ধীরে ধীরে শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।প্রসঙ্গত, এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ভাটপাড়া পৌরসভার দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার সকাল ৯টা থেকে জগদ্দলে ২৯ নম্বর রেলগেটে অবরোধ করে বিক্ষোভ দেখান অর্জুন অনুগামীদের। বন্ধ হয়ে পড়ে শিয়ালদা মেন লাইনের ট্রেন চলাচল। শ্লীলতাহানিতে অভিযুক্ত ২ তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারের দাবি, জগদ্দলে রেল অবরোধ অর্জুন অনুগামীদের ঘটনার সূত্রপাত রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়ার বাসিন্দা এক মহিলা তাঁর স্বামীর সঙ্গে রবিবার রাতে অটোতে ফিরছিলেন। সেসময় ভাটপাড়া পৌরসভার ১৫ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডের দুই তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় , মনোজ গুহ ও তাঁদের অনুগামীরা তাঁকে অটো থেকে নামিয়ে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামীও। তাঁর স্বামীকেও রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, দুই তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে না পুলিস। এরপরই সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং ও তাঁর অনুগামীরা গিয়ে জগদ্দল থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর বলেই পুলিস তাঁদের গ্রেফতার করছে না। কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ। যদিও অভিযুক্তদের পাল্টা দাবি, হতাশা থেকেই মিথ্যাচার করছে বিজেপি। এরকম কোনও ঘটনা ঘটেনি। পাল্টা ওই মহিলার বিরুদ্ধে গালিগালাজ ও অশালীন আচরণ করার অভিযোগ তোলেন তাঁরা। দেখুন ভিডিও –
Related Articles
শেষ ১৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, নাম নেই মিঠুন চক্রবর্তীর
শেষ ১৩টি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করল বিজেপি ৷ আজ দিল্লি থেকে ঘোষণা হল শেষ প্রার্থী তালিকা । জল্পনার অবসান। এই তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর ৷ দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কর্নেল সুব্রত সাহাকে বিজেপি শেষ পর্যন্ত প্রার্থী হিসাবে বেছে নিয়েছে । উত্তর কলকাতার কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রার্থী হচ্ছে শিবাজী সিংহরায়, তিনি উত্তর কলকাতা জেলা […]
কেন্দ্র সরকারের উচিৎ দিলীপকেই প্রথমে গুলি করে মারা, কটাক্ষ অনুব্রত মণ্ডলের
যারা সিএএ-র বিরুদ্ধে বিরোধিতা করে সম্পত্তি নষ্ট করেছিল তাদের কুকুরের মত গুলি করে মারা উচিত। রবিবার নদিয়ার রানাঘাটে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইতিমধ্যেই দিলীপের এই মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দলেরই সাংসদ বাবুল সুপ্রিয়। এবার অন্য দলের আক্রমণের মুখেও পড়লেন দিলীপ । তাঁকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। […]
অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার হদিশ পেল সিবিআই
অনুব্রত-সুকন্যার আরও একটি লটারির হদিশ পেল সিবিআই। তদন্তকারীদের দাবি, পঞ্চম লটারিতে ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন সুকন্যা। একের পর এক লটারির হদিশ মেলায় তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করেছিল অনুব্রত-সুকন্যা। যদিও গোটা বিষয়টা এখনও তদন্ত সাপেক্ষ। এদিকে আজ ফের আদালতে তোলা হবে অনুব্রতকে। সিবিআইয়ের দাবি, ২০২০ সালেও লটারিতে ৫০ লক্ষ টাকা […]