দার্জিলিংঃ দার্জিলিং লোকসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হবার পর সোমবার বাগডোগরা বিমান বন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্তা জানান, শুধু পাহাড় নয় গোটা রাজ্যে ৫০ টি আসনে বিজেপি জয় লাভ করবে, এমনই ভুল মন্তব্য করলেন । এদিন বাগডোগরা বিমানবন্দরে পাহাড়বাসীর জনরোষ চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন রাজু বিস্তার শ্বাশুড়ি বালাজি ছেত্রী ও শ্যালিকা । তাদের বক্তব্য এমিতে রাজু খুবই ভালো মানুষ, তার শ্যালিকার বক্তব্য সে পাহাড়বাসীর সাথে কথা বললেই মানুষ তাকেই সমর্থন করবে । অপরদিকে জিএনএলএফ সুপ্রিমো মন ঘিসিং জানান, পাহাড়বাসী সমর্থন করবে বিজেপিকে এ বিষয়ে আমরা ১১০ শতাংশ বিশ্বাসী। মনোনয়ন পত্র জমা হোক তারপর সমর্থনের জন সমুদ্র দেখবে রাজ্যবাসী । সোমবার দার্জিলিং ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট অফিসে মনোনয়ন পত্র জমা করেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমর সিং রাই, দার্জিলিংয়ের রাজ পথে বিশাল
মিছিল করে মনোয়ন পত্র জমা করতে যান মন্ত্রী গৌতম দেব । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং জানান, সকলের চাহিদা ছিল ভূমি পুত্র, কিন্তু সেটাকে আর কোথায় হল গোর্খা রাজু বিস্তা কিন্তু মনিপুরের । প্রথমে দেড় লক্ষ ভোটের মার্জিন আশা করছি কিন্তু প্রার্থীকে দেখে মনোবল আরো বাড়লো, এবার তিন লক্ষের অধিক ভোটে জয় লাভ করব । অপরদিকে মন্ত্রী গৌতম দেব জানান গত দশ বছরের প্রতিনিধিদের মানুষ তাও চিনত জানত কিন্তু রাজু বিস্তার নাম মানুষ শোনেনি , বাইরের এই প্রতিনিধিকে মানুষ ভোট দেবে বলে আমরা বিশ্বাসী নই ।