উত্তর ২৪ পরগণাঃ উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের, বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর বিরুদ্ধে মামলা দায়ের করল বসিরহাট পুলিশ। মঙ্গলবার বিকেলে বসিরহাটের এক প্রকাশ্য জনসভায় বসায়ন্তন বসু বলেন, যারা বুথ দখলে আসবে, কেন্দ্রীয় বাহিনীকে তাদের বুকে গুলি চালান । এরপরেই তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য পেশের অভিযোগ ওঠে। বুধবার বসিরহাট থানার পুলিশ সায়ন্তন বসুর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করে । বুধবার পুলিশ নিজেই সাতটি ধারায় মামলা রুজু করেছে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠে। শাসক দল তৃণমূল নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানায়। সায়ন্তন বসুর বিরুদ্ধে যে ধারাগুলো এনেছে পুলিশ, ১৮৮ উস্কানিমূলক মন্তব্য, ১১৫ অভিসন্ধি , ১৮৯ সরকারি আধিকারিকদের চমকানো, ১৭১সি ভোটারদের চমকানো, ১২০বি ষড়যন্ত্র , ৫০৬ আইপিসি নির্বাচন প্রক্রিয়া কে বাধা দেওয়া, ১২৫ নির্বাচনের বাধা দেয়া প্রক্রিয়াকে সরাসরি মদত দেওয়া।