কলকাতা

এসএসসি-র অনশন মঞ্চে হঠাত্‍ হাজির মুখ্যমন্ত্রী

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ বিকেলে প্রেস ক্লাবের সামনে এসএসসি প্রার্থীদের অনশন মঞ্চে হঠাত্‍ হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এসএসসি প্রার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দাবি বিবেচবনা করবেন তিনি। নির্বাচনী বিধির কারণে তিনি এদিন ঘোষণা করতে না পারলেও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত এসএসসি প্রার্থীরা। আসন্ন লোকসভার আগে দলীয় ইস্তেহার প্রকাশ করে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দিয়েছেন। আর তারপরই তিনি সটান ছুটে এসেছেন এসএসসি প্রার্থীদের ধরনা মঞ্চে। মুখ্যমন্ত্রীকে দেখেই এসএসসি প্রার্থীরা তাঁর পা জড়িয়ে ধরেছেন। একটা কোনও সুরাহা করার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তখনই তাঁদের আশ্বস্ত করে জানান, আপনারা যে রাজনৈতিক দলেরই সমর্থন হোন না কেন, আপনাদের সবার জন্যই আমার সহানুভূতি রয়েছে। আপনাদের বিষয়টি বিবেচনা করা হবে। এখন নির্বাচনী বিধি রয়েছে, নির্বাচনের পরই বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কেউই বঞ্চিত না হন। তিনি বলেন, ভরসা রাখুন সমাধান হবে। পার্থ চট্টোপাধ্যায়কে পদক্ষেপ নিতে বলেন। জুনের প্রথম সপ্তাহেই পদক্ষেপ নেবে সরকার। তাদের আন্দোলনে পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন।