অজিত দাস, উত্তর ২৪ পরগণাঃ অবশেষে বনগাঁর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল বিলাসবহুল বাস সার্ভিস-এর শুভ উদ্বোধনের মাধ্যমে। আজ ভোর ৪ঃ১০ মিনিটে বনগাঁ থেকে যাত্রা শুরু করল এই বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রক বাসটি। ভাড়াও সবার সাধ্যের মধ্যেই থাকবে। ৪০০ টাকার মতো পড়বে যাত্রী ভাড়া। ভোর বেলায় বাসটি বনগাঁর নিউমার্কেট বাস স্টান্ড থেকে ছেড়ে গিয়ে দীঘায় পৌছাবে সকাল ১০ টা নাগাদ। সমুদ্র পিপাসুদের কথা মাথায় রেখেই এমন সময়কে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। একই ভাবে দীঘা থেকে আবার বাসটি ছেড়ে আসবে সকাল ১১ঃ৩০ মিনিট নাগাদ এবং সন্ধ্যার মধ্যেই বনগাঁয় পৌছে যাবে। বনগাঁর মানুষের কাছে এটা একটা বাড়তি পাওনা। এছাড়াও ইতিমধ্যেই চালু হয়েছে বনগাঁ – মালদহ বাস সার্ভিস। কয়েকদিনের মধ্যেই আবার চালু হতে যাচ্ছে বনগাঁ- তারাপীঠ বাস সার্ভিস। সাথে সাথে আরও উপকৃত হবে বনগাঁর আশেপাশের অসংখ্য মানুষ।