মালদা

মালদা জেলার ব্লক গুলির নাকা পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলার ১৫ টি ব্লকের ৫০ টি নাকা পয়েন্টে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের সময় বিভিন্ন বুথ গুলিতে বহিরাগতদের প্রবেশ করার অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতীক দলগুলি। এমনকি স্পর্শকাতর বুথ গুলিতে আনেক সময় বহিরাগতরা ডুকে ঝামেলা বিবাদ সৃষ্টি করে। তাই আগে থেকেই এবার সুষ্ঠ নির্বাচন করতে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে মালদা জেলা প্রশাসন। তাই জেলায় প্রতিটি ব্লকের নাকা পয়েন্ট গুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে ক্যামেরা বসানোর কাজ। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, নাকা পয়েন্ট গুলির ক্যামেরা গুলি নিয়মিত নজরদারী চালাবে ব্লক প্রশাসনের কর্তারা। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে মোবাইলে ও কম্পিউটারে দেখা যাবে সিসিটিভি ফুটেজ। প্রতিটি ব্লকের এক জন করে আধিকারিক এই ক্যামেরাগুলিতে নিয়মিত নজরদারি চালাবে। এই ক্যামেরায় ছবি সহ শব্দ ধরা পড়বে। ব্লক গুলির নাকা পয়েন্টের রাস্তার মোড়ে লাগানো হচ্ছে ক্যামেরা গুলি। জানা গিয়েছে মালদার ইংরেজবাজার ব্লকে ৫ টি, পুরাতন মালদা ব্লকে ৩ টি, মানিকচক ব্লকে ৭টি, কালিয়াচকের তিনটি ব্লক মিলে ১৩ টি, হরিশ্চন্দ্রপুর দুটি ব্লক মিলে ৪ টি, চাঁচল দুটি  ব্লকে ৫ টি, রতুয়া দুটি ব্লকে ৬ টি, গাজোল ব্লকে ৪ টি, বামোনগোলা ব্লকে ২ টি ও হব্বিপুর ১ টি নাকা পয়েন্টে সিসিটিভি ক্যামেরা গুলি বসানো হচ্ছে। ফলে ক্রাইম রুখতে প্রশাসন অনেকটা সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সিসিটিভি লাগাতে আসা এক কর্মী মিঠুন গাইন জানায়, রাস্তায় বিভিন্ন গাড়ি যাওয়া আসা সহ কোথাও অসুবিধা হচ্ছে কিনা তা দেখার জন্যই হয়তো এই ক্যামেরা গুলি লাগানো হচ্ছে।এই বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ মণ্ডল জানান, তার মতে আসন্ন লোকসভা নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।