ঝাড়গ্রাম: হাতির হানায় শস্যের ক্ষতি তো হচ্ছিলই, এবার হাতির হানায় আহত হলেন এক ব্যাক্তি । শনিবার মহুল ফুল কুড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলে হাতির আক্রমনে গুরুতর আহত হলেন শ্যামাপদ মল্লিক নামের বছর ৪০ এর এক ব্যক্তি। স্থানীয়রা উদ্ধার করে আহত শ্যামাপদ মল্লিককে ঝাড়গ্রাম সুপারস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে ।শ্যামাপদ বাবুর অবস্হার অবনতি হলে তাকে অনত্র স্হানান্তরিত করা হয় । জানা যায়, ঝাড়গ্রাম ব্লকের জোয়ালভাঙ্গা গ্রামের বাসিন্দা শ্যামাপদ মল্লিক মহুল ফুল কুড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে জঙ্গলে হাতির আক্রমনে গুরুতর আহত হয়।
Related Articles
পাশে নেই দল, ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’ নিয়ে বেফাঁস মন্তব্য করে ‘একা’ শুভেন্দু অধিকারী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সব কা সাথ, সব কা বিকাশ’ স্লোগান তুলেছিলেন। কিন্তু, বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে সেই স্লোগান নিয়েই ‘বেফাঁস’ শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, ‘নো নিড ফর সংখ্যালঘু মোর্চা’, এই মন্তব্যও শোনা গেল বঙ্গ বিজেপির এই নেতার কণ্ঠে। শুভেন্দুর এই মন্তব্য কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই আসে। ‘সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ […]
বহু মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক, বন্ধুর মামিকে ‘বিয়ে’, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী, ভাইরাল ভিডিও
স্বামীর প্রার্থীপদ বাতিলের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সোমেন রায়ের স্ত্রী শর্বরী সিংহ রায়। শর্বরী সিংহ রায়ের অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে সোমেনের। চাকরি দেওয়ার নামে একাধিক মানুষের থেকে টাকা হাতিয়েছেন তাঁর স্বামী, এমন অভিযোগ করেছেন শর্বরী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন প্রাথমিক শিক্ষিকা শর্বরী সিংহরায়। সেই ভিডিওতে […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী, দিলেন পুজোও
দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক সেরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে কপিল মুনির এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে কপিল মুনির আশ্রমে পুজোও দিলেন তিনি।