সজল ব্যানার্জি, হাওড়াঃ দীর্ঘ দিন ঝিল পরিষ্কার না হওয়ার কারণেই নাভিশ্বাস উঠেছে মাছের। অক্সিজেনের অভাবের কারণে ভেসে উঠছে মাছ। অভিযোগ গত ডিসেম্বর মাসে ঢাক ঢোল পিটিয়ে ঝিল পরিষ্কারের উদ্দ্যোগ নেওয়া হলেও পরিষ্কার করা হয় নি ঝিল। শুধু তাই নয় ঝিল অপরিস্কার থাকার কারণে এলাকার পরিবেশও দূষিত হচ্ছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ সকালে সাঁতরাগাছি ঝিলের ঘটনা। মূলতঃ তেলাপিয়া বা নাইলনটিকা ও রুই মাছ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু মাছ যেমন অক্সিজেনের অভাবে মরে গেছে তেমনি প্রচুর মাছ ভেসেও উঠেছে।