পাওনা গন্ডার দাবিতে, শালিমার পেইন্টস এর শ্রমিক কর্মচারীরা কারখানার গেটের সামনে ধরনা বিক্ষোভে সামিল, ছেষট্টি জন শ্রমিক পরিবারের সদস্যরা গত তিন দিন ধরে বিক্ষোভে সামিল হয়েছেন। কারখানার গেটের সামনেই ভিক্ষা করে স্বপরিবারে সেখানেই দু বেলা দু মুঠো খেয়ে রাত্রি যাপন করছেন। ২০১৪ সালের ১২ ই মার্চ বিধ্বংসী অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায় কারখানা। সমস্থ শ্রমিক কর্মচারীকে মুম্বাইয়ের কারখানায় স্থানান্তরিত করা হয়। স্বল্প বেতন মুম্বইয়ে স্বপরিবারে সংসার চালানো সম্ভব নয় এই কারণ দেখিয়ে ছেষট্টি জন কর্মচারী বেঁকে বসেন। যে কারণে তারা সমস্ত রকমের পাওনা গন্ডা থেকে বঞ্চিত। পাওনা গন্ডা না মেটালে লোকসভা নির্বাচনে অংশ গ্রহণ না করার হুমকি দিয়ে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন।
Related Articles
ঝাড়গ্রামে ক্ষিপ্ত মা হাতির হামলায় মৃত ২ গ্রামবাসী
ঝাড়গ্রামে হাতির আক্রমনে মৃত্যু ২ গ্রামবাসীর। মৃতের নাম যথাক্রমে আনন্দ জানা এবং শশধর মাহাতো।নিহতরা নয়াগ্রাম পুলিশ স্টেশন এলাকায় বাসিন্দা বলে জানা গেছে। জানা গেছে বুধবার সকালে একটি বাচ্চা হাতি সুবর্ণরেখা নদী পার করার সময় ডুবে যায়, সঙ্গে ছিল ১১ টি হাতি । তারা চলে গেলেও মা হাতিটি সেখানেই থেকে যায় এবং রাগে বিভিন্ন জায়গায় আক্রমন […]
নন্দীগ্রামের কাছে হলদি নদীতে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩
হলদি নদীতে উল্টে যায় একটি ট্রলার। নিখোঁজদের সন্ধানে তল্লাশি জারি ছিল। এদিন সকালে ফের কয়েকজনের মৃতদেহ উদ্ধার হয়। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। মৃতরা সকলেই মৎস্যজীবী। মৃতদেহগুলো স্থানীয় মানুষজন নদীতে ভাসতে দেখেন। তারাই উপকূলরক্ষী বাহিনীকে খবর দিলে তারাই এসে দেহগুলো উদ্ধার করেন। সোমবার সকালে উদ্ধার হয় দুজন মত্স্যজীবীর দেহ। তাঁদের নাম কাশীরাম সিট ও রুপেশ খাঁড়া।হলদি […]
দুলাল সরকার খুনে গ্রেফতার তৃণমূল শহর সভাপতি, ধৃতের সংখ্যা বেড়ে ৭
মালদার তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে গ্রেপ্তার তৃণমূলের শহর সভাপতি। মঙ্গলবার সকাল থেকে টানা জেরার করার পরে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছ শহরেরই বাসিন্দা স্বপন শর্মাকেও। তৃণমূল কাউন্সিলর খুনে এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। তবে খুনের কারণ স্পষ্ট নয় এখনও। মঙ্গলবার চার সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন। […]