জেলা

শালিমার পেইন্টস এর শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

পাওনা গন্ডার দাবিতে, শালিমার পেইন্টস এর শ্রমিক কর্মচারীরা কারখানার গেটের সামনে ধরনা বিক্ষোভে সামিল, ছেষট্টি জন শ্রমিক পরিবারের সদস্যরা গত তিন দিন ধরে বিক্ষোভে সামিল হয়েছেন। কারখানার গেটের সামনেই ভিক্ষা করে স্বপরিবারে সেখানেই দু বেলা দু মুঠো খেয়ে রাত্রি যাপন করছেন। ২০১৪ সালের ১২ ই মার্চ বিধ্বংসী অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে যায় কারখানা। সমস্থ শ্রমিক কর্মচারীকে মুম্বাইয়ের কারখানায় স্থানান্তরিত করা হয়। স্বল্প বেতন মুম্বইয়ে স্বপরিবারে সংসার চালানো সম্ভব নয় এই কারণ দেখিয়ে ছেষট্টি জন কর্মচারী বেঁকে বসেন। যে কারণে তারা সমস্ত রকমের পাওনা গন্ডা থেকে বঞ্চিত। পাওনা গন্ডা না মেটালে লোকসভা নির্বাচনে অংশ গ্রহণ না করার হুমকি দিয়ে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন।