ঝাড়গ্রাম: তিনি অবসর নিয়েছেন। স্কুলকে ১ লক্ষ টাকা দান করলেন তিনি। স্কুল থেকে প্রথাগত অবসরের মুহূর্তে প্রিয় স্কুলকে এক লক্ষ টাকা দান করে নজির গড়লেন ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অনুপকুমার দে।এদিন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা উত্তরীয়, শাল, মানপত্র উপহার দিয়ে অনুপবাবুকে বিদায়-সংবর্ধনা জানান। তারপর অনুপবাবু নিজের জমানো টাকা থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন পরিচালন কমিটির সদস্যদের হাতে। অনুপবাবু বলেন, ‘স্কুলে পানীয় জলের রয়েছে। কিন্তু ওই জল পরিশোধনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। তাই বড় মাপের জল পরিশোধন যন্ত্র কেনার জন্য স্কুলকে ১ লক্ষ টাকা দিয়েছি। যাতে আগামী দিনে স্কুলের পড়ুয়াদের পানীয় জল নিয়ে কোন সমস্যায় পড়তে না হয়।’
Related Articles
কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বর-কাশীপুর উদ্যানবাটিতে ভক্তের ঢল, ভিড়ে ঠাসা বেলুড়, কালীঘাট, তারাপীঠেও
আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব। রাত থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্তদের ভিড়। এদিন ভোর সাড়ে ৫টায় খোলা হয় দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ দ্বার। আজকের এই দিনেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অনুরাগীরা তাঁকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিশেষ এই দিনে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর-দূরান্ত থেকে অগণিত ভক্ত এসে ভিড় জমিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে। […]
মুখ্যমন্ত্রীর এজেন্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ হাইকোর্টের, ৯ নভেম্বর পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না সিবিআই
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ হাইকোর্টের। আগামী ৯ নভেম্বর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শেখ সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যাতে তাঁকে গ্রেপ্তার না করা হয় তার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ সুফিয়ান। গ্রেফতারি এড়াতে আগাম […]
‘বিজেপি-র ডামি ক্যান্ডিডেট অধীর চৌধুরী, ভোট দেবেন পদ্মে’, অডিও শুনিয়ে দাবি অভিষেকের
অধীর চৌধুরী এ বার বিজেপির ‘ডামি ক্যান্ডিডেট’ (দ্বিতীয় প্রার্থী)! বহরমপুরে রোড শোয়ের পর বক্তৃতায় এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীরকে দীর্ঘ দিন ধরেই বিজেপির ‘এজেন্ট’ বলে কটাক্ষ করে আসছে তৃণমূল। সেই সূত্রেই বহরমপুরবাসীর কাছে অভিষেকের প্রশ্ন, এ বারের নির্বাচনে অধীর নিজেই কংগ্রেসকে ভোট দেবেন না। তা হলে অধীরকে কেন ভোট দেবেন […]