ইরানে ভয়াবহ বন্যায় নিহত হয়েছেন ৭৬ জন। ইরানের ২৫টি প্রদেশ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। প্রায় সাড়ে ৪ হাজার গ্রাম জলের তলায় চলে গেছে। ৭২৫টি ব্রিজ ভেঙে পড়েছে। ১৪,০০০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছতে সমস্যায় পড়ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। কোথাও কোথাও পরিস্থিতি এতোটাই খারাপ যে সেখানে পৌঁছনো যাচ্ছে না।