জেলা

কোচবিহারে প্রচারে ঝড় মোদির

কোচবিহারঃ সারাদিন মোদি হঠাও মন্ত্র জপ করেন দিদি। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে এই ভাষাতেই সমালোচনা করলেন নরেন্দ্র মোদি। তাঁর কটাক্ষ স্পিড ব্রেকার দিদি নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না। নির্বাচন কমিশনের সমালোচনা করা থেকে বোঝা যাচ্ছে দিদির দিন শেষ হতে চলেছে, বললেন নরেন্দ্র মোদি। দিদির থেকে বাংলাকে মুক্ত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গবাসী তৃণমূলের উপর ভরসা রেখেছিলেন, কিন্তু সেই ভরসা ভাঙা হয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন নরেন্দ্র মোদি। এপ্রসঙ্গে উল্লেখ করেছেন তোলাবাজি, অনুপ্রবেশ, গুণ্ডাগিরির কথাও। তাঁর কটাক্ষ, মমতার জমানায় রাজ্যজুড়ে এসবের বাড়বাড়ন্ত। মোদির আক্রমণ থেকে বাদ গেল না নারদা-সারদা প্রসঙ্গও। মা সারদাকে সারা দেশ পুজো করে। কিন্তু উনি বাংলাকে সারদা কেলেঙ্কারি দিয়েছে। রোজ নামে ফুল। কিন্তু পশ্চিমবঙ্গের রোজ মানে কাটা। নারদ মুনি যপ করতেন। কিন্তু পশ্চিমবঙ্গে নারদ কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। জনগণকে ভরসা দিয়ে মোদীর আশ্বাস, সব টাকার হিসেব এই চৌকিদার নিয়ে ছাড়বে। রাজ্যে কেন সপ্তম বেতন কমিশন কার্যকরী হচ্ছে না, প্রশ্ন তোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি পরীক্ষায় পাশ করার পর কেন চাকরি হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

https://www.facebook.com/narendramodi/videos/523781204813849/