জেলা

ছাত্র-ছাত্রীদের দেখে গাড়ি থামালেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি: হঠাৎই গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী। আগেও কয়েকবার তিনি এমন করেছেন । তাই অবাক হননি চালক। নেত্রীর নির্দেশ মেনেই গাড়ি থামিয়ে দেন। রাস্তার দু’‌ধারে তাঁকে এক ঝলক দেখার জন্য প্রত্যন্ত এলাকা থেকে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। জলপাইগুড়ির এমনই এক অজানা গ্রামের পথে গাড়ি থামিয়ে নেমে যান মমতা। পাশেই বাঁশের ব্যারিকেড ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন স্কুলের পোশাক পরা কিছু শিশু। সকলেরই বয়স, ছয় থেকে সাতের মধ্যে। তাঁদের কাছে গিয়ে একে একে নাম জিজ্ঞাসা করতে থাকেন মুখ্যমন্ত্রী। ছোট বলেই হয়তো ওরা অকপটে একে একে নিজের নাম বলতে থাকে। অনুষ্কা, মুসকান.‌.‌। ওঁদের হাত ছুঁয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌কী সুন্দর নাম রেখেছেন মা-বাবা। তোমরা ভাল করে পড়াশোনা কর.‌.‌।’‌ তারপর আবার গাড়িতে উঠে রওনা দেন তিনি। তিনি যে মমতা, তাই তার স্নেহ পেয়ে যারপরনাই খুশি অপেক্ষারত স্কুল পড়ুয়ারা। দেখুন ভিডিও-