জেলা

নরেন্দ্র মোদি নিজেকে কি ভাবেন! গান্ধীজী, নেতাজি, ডঃ আম্বেদকরের থেকেও বড় নেতা

চিন্ময়ী উপাধ্যায়, উত্তর দিনাজপুরঃ নরেন্দ্র মোদী নিজেকে কি ভাবেন গান্ধীজি, নেতাজী, ডঃ আম্বেদকরের থেকেই বড় নেতা।। হিটলার আজ বেঁচে থাকলে তিনিও মোদির কাজ দেখে দড়ি কলসি নিয়ে আত্মহত্যা করতেন “। রায়গঞ্জের স্টেডিয়ামের মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাষনে আজ পুরোটাই ছিল বিজেপি বিরোধী আক্রমণ। আজ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রায়গঞ্জ স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী। ঠিক বেলা ১ টায় রায়গঞ্জ স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে। হেলিকপ্টার থেকে নেমে সোজা মঞ্চে এসেই তিনি তার নির্বাচনী ভাষন শুরু করেন। রায়গঞ্জবাসীর কাছে প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন,” ভিক্ষে নয় চাইছি ঋন, রায়গঞ্জ এবারে আমাকে দিন “। রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি অমল আচার্যসহ জেলার তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় মঞ্চে তার ভাষন শুরুতেই দেশ থেকে বিজেপি কে

হটানোর ডাক দেন। তিনি বলেন, মোদিবাবু বিদায় নিক, তারপর দেশটা আমরা গড়ে নেব। তিনি এও বলেন, বাংলাকে পছন্দ করেননা প্রধানমন্ত্রী, হিংসা করেন। কিন্তু এই বাংলা না হলে দেশের স্বাধীনতা, সংস্কৃতি হতোনা। এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ন নির্বাচন। বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে জিততে চাইছে। তৃণমূল নেত্রী হুঙ্কার দেন ” বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বোনা”। তিনি বলেন বাংলাই এবার দেশ গড়বে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিগত দিনে কংগ্রেস ও সিপিএম জয়ী হয়ে কোনও কাজই করেনি। এরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেনা। একমাত্র তৃনমূল কংগ্রেসই বিজেপির বিরুদ্ধে লড়াই করে, তাই কংগ্রেস সিপিএম কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না বলে জানালেন তৃনমূল নেত্রী। আর বিজেপিকে একটি ভোটও দেবেননা বলে রায়গঞ্জের মানুষের কাছে আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।