উত্তর দিনাজপুরঃ আজ দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোর্খা জনমুক্তি মোর্চার অমর সিং রাইয়ের সমর্থনে চোপড়ায় এক বিশাল জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তিনি বলেন, বাংলায় ৪২–এ ৪২ চাই। দার্জিলিংয়ে কখনও তৃণমূল জেতেনি। চোপড়ার মানুষই পারে দার্জিলিংয়ে তৃণমূলকে আনতে। এই কেন্দ্রের বিজেপি সাংসদ আলুওয়ালিকাকে কখনও দেখা যায়নি। তাই দার্জিলিংয়ে কোনও কাজও করেনি বিজেপি। বাংলা থেকে বিজেপিকে হটানোর জন্য জোড়া ফুলে ভোট দিন।’ তিনি এও জানান, দার্জিলিংয়ে আগুন জ্বলুক বা শিলিগুড়িতে অশান্তি হোক তা চায় না তাদের দল। বাংলা থেকে বিজেপিকে সরাতে পারে একমাত্র তৃণমূলই। এই নির্বাচন বিজেপিকে হটানোর নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘আগে মোদি জি ছিলেন চাওয়ালা। এখন হয়েছে চৌকিদার। পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর তিনি বিদেশে ঘুরে বেড়িয়েছেন। আর দেশে বেড়েছে বেকারত্ব, হয়েছে শিল্পের সর্বনাশ। দেশের উন্নতি একমাত্র তৃণমূলই করতে পারে।’ বাংলায় সিপিএম–কংগ্রেস–বিজেপি এক বলেও মন্তব্য করেন তিনি। মমতা বলেন, ‘বহরমপুরে কংগ্রেস প্রার্থী লড়ছে আরএসএসের সাহায্যে, জঙ্গিপুরে প্রণব মুখার্জির ছেলে লড়ছে আরএসএসের সাহায্যে। গো রক্ষার নামে সারা দেশে তাণ্ডব চলছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে। মোদি শুধু যুদ্ধের কথা বলেন, এবার তিনি দেখবেন ভোটারদের স্ট্রাইক।’