জলপাইগুড়ি: ময়নাগুড়ি এলাকার বাসিন্দাদের সঙ্গে লাড্ডু খাওয়ানোর পাশাপাশি বিজেপির হয়ে ভোট প্রচারের অভিযোগ উঠল নির্বাচনের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার পু্ঁটিমারি মথুরামোহন উচ্চ বিদ্যালয়ের আসা বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে এই অভিযোগ জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানদের অন্যত্র বদলি করা হয়েছে বলে জলপাইগুড়ির নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক শিল্পা গৌরী সারিয়া জানান, ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করাই তাঁদের লক্ষ্য। ১৮৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৫ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। বাকি বুথে সশস্ত্র পুলিশ থাকবে। মোট ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৩৫৪টি বুথকে অতিস্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ, পুঁটিমারি মথুরা মোহন উচ্চবিদ্যালয়ে নিযুক্ত বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করে এলাকায় বিজেপির হয়ে প্রচার করছিল। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, ‘ভোটে পরাজয় নিশ্চিত বুঝে বাহিনীকে কাজে লাগাচ্ছে বিজেপি। পুঁটিমারি স্কুলে নিযুক্ত বাহিনী যে বিজেপির হয়ে কাজ করেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এলাকার মানুষজনের সঙ্গে বৈঠক, লাড্ডু বিতরণ এমনকী হাতে হাতে টাকা বিলি করতে দেখা গিয়েছে তাদের। খবর পাওয়ার পরই এলাকায় গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেই কমিশনের কাছে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।’ এই অভিযোগ পেয়েই তত্পর হয় জলপাইগুড়ি জেলা নির্বাচন দপ্তর।
Related Articles
জলঙ্গি কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার
বহরমপুরের জলঙ্গি এলাকায় গুলি চালানোর ঘটনার মূল অভিযুক্ত মিল্টন শেখকে গ্রেপ্তার করল পুলিস। উল্লেখ্য মিল্টনের বিরুদ্ধে সরস্বতী পুজোর দিন নাগরিক মঞ্চ নামক একটি সংগঠনের ডাকা বনধকে ব্যর্থ করতে গুলি চালানোর অভিযোগ রয়েছে।
রাস পূর্ণিমা উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল
রাসযাত্রা উপলক্ষে একজোড়া স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই বিশেষ পরিষেবা মিলবে ব্যান্ডেল-কাটোয়া রুটে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার চলবে এই স্পেশাল ট্রেন। ডাউনে এই লোকালটি বিকেল ৪টে ১০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। ট্রেনটি ৬টা ২০ মিনিটে ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে। উল্টো পথে, বিশেষ ট্রেনটি ব্যান্ডেল থেকে ছাড়বে ৬টা ৩৫ মিনিটে। কাটোয়ার এই স্পেশাল ট্রেনটি পৌঁছবে […]
পুরুলিয়ায় বাজ পড়ে মৃত ৩
ফের বাজ পড়ে মৃত্যু! প্রাণ গেল ৩ জনের। আহত আরও ১। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কলকাতা পর এবার পুরুলিয়ায়। সূত্রে খবর, পুরুলিয়ার শাকড়া গ্রামের বাসিন্দা ছিলেন অঞ্জন দাস ও সোমনাথ বৈষ্ণব। গ্রামেরই একটি পুকুরে স্নান সেরে তখন বাড়ি ফিরছিলেন। এদিন দুপুরে বজ্রঘাতে মৃত্য়ু হয় দু’জনেরই। বাড়ি ফিরতে পারলেন না রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বাসিন্দা […]