ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়া তে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষন কেন্দ্র। প্রধানমন্ত্রী কৌশল বিকাস যোজনার পক্ষ থেকে এই প্রশিক্ষন কেন্দ্র শুরু হয়েছে। এবং রান্টুয়া তে এই উদ্যোগের নাম রেখেছেন সংস্কার কৌশল বিকাশ কেন্দ্র। উদ্যোক্তা মনোজ বাগ জানান, আমাদের এই এলাকা টা প্রত্যন্ত এলাকা। তাই দারিদ্র পরিবারের মহিলাদের স্বনির্ভর করতে শুরু করা হয়েছে। আরও বলেন যে আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে এখন ৬০ জন রয়েছে পরে আরও বাড়বে বলে আসা করছি। সেলাই প্রশিক্ষন কারি মহিলারা বলেন, আমরা যাতে স্বনির্ভর হতে পারি তার জন্য আমরা এখানে ভর্তি হয়েছি। এখানে শিখে বাড়িতে হয়তো একটি সেলাই মেশিন কিনে হালকা অর্থ উপার্জন করতে পারবো।