জেলা

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের অনুমোদন দেয়নি কেন্দ্র:‌ মুখ্যমন্ত্রী

কৃষ্ণনগরঃ বিধানসভায় দু’‌বার পাশ হয়েছে। তবুও নাম পরিবর্তন হয়নি পশ্চিমবঙ্গের। আর এজন্য কেন্দ্রের মোদি সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌দু’‌বছর হয়ে গেল, তবুও মোদি সরকার পশ্চিমবঙ্গের নাম বদলের অনুমোদন দিচ্ছে না। বিধানসভায় দু’‌বার করে পাশ করিয়ে দেওয়ার পরও কেন্দ্র এই অনুমোদন আটকে রেখেছে। আসলে বাবুদের সময় নেই।’ এর পাশাপাশি সাত দফায় নির্বাচন প্রসঙ্গেও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন,‌ ‘‌আসলে বাংলার উপর বিজেপির খুব রাগ। বিজেপির সুবিধার্থেই ৭ দফায় নির্বাচন হচ্ছে। বিজেপিকে প্রচারে সুবিধে করে দিতেই এই কৌশল। যাতে ওঁদের নেতারা প্রচার করতে পারে, তাই এ রাজ্যে সাত দফা নির্বাচন।’‌ এরপর তিনি আরও বলেন, ‘‌বন্যা বা কোনও প্রাকৃতিক দুর্যোগে কিংবা রাজ্যের মানুষের প্রয়োজনে কখনই কোনও বিজেপি নেতারা আসেন না। অথচ ভোট এলেই বিজেপি নেতাদের দেখা যায়। ওরা কেবল গদা–তরোয়াল নিয়ে মিছিল বের করে। তবে এবার হোমওয়ার্ক না করেই বিজেপির নেতারা বাংলায় এসে প্রচারে নেমেছে।’‌

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/380562302545687/