জেলা

গুলি চালানোর ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই, হুংকার মমতার

আজ বাগদার প্রচার সভা থেকে দুবরাজপুরের ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের চতুর্থদফার ভোট চলছিল।মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরের পদুমা ভোটকেন্দ্রে কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ উঠেছে। কমিশনের নির্দেশে সেই কেন্দ্রে ভোট সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে দাবি করেছে কমিশন। সেই ঘটনার প্রেক্ষিতে বাগদার প্রচারসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর আচরণের তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে গুলি চালানোর মতো ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে রয়েছে। হিসেব মতো সিআরপিএফ জওয়ানরা বুথের বাইরে থাকবেন। আর বুথের ভেতরে থাকবে রাজ্য পুলিস। কারণ সারাবছর রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্য পুলিসই রক্ষা করে থাকে। ভোটের সময় কেন বিজেপি দিল্লি থেকে পুলিস চেয়ে পাঠায়? প্রশ্ন তুলেতার কড়া সমালোচনা করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি মানুষের উপর বিশ্বাস করতে পারে না বলেই দিল্লি থেকে পুলিস দাবি করে। যদিও, সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পরেও সরাসরি শান্তিপূর্ণ নির্বাচনের কথা স্বীকার করেনি গেরুয়া শিবির।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2304322209780717/