জেলা

মোদির তৃণমূল ভাঙানোর হুুঁশিয়ারিতে পাল্টা মমতার

হুগলিঃ সোমবার হুগলির শ্রীরামপুরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, ‘‌তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। ২৩ মে-র পর ৪০ জন বিধায়ক তৃণমূল ছাড়বেন।’‌ মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে তৃণমূল নেত্রী মোদির এই দাবি অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন। প্রচারে এসে মোদি টাকা দিয়ে দল ভাঙানোর কথা বলছেন, যা একেবারেই অসাংবিধানিক এবং এর জন্য মোদির প্রার্থী পদ বাতিল হওয়া উচিত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই নালিশ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। তিনি এও বলেন, মোদীবাবু এখানে সব আছে। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খৃষ্ট্রান সবাই মিলেমিশে রয়েছেন। এখানে সবাই আছে। আপনার মতো একটা দুষ্টুবাবু নেই। বাচ্চাদের আদর করে বলি দুষ্টুমিষ্টি। আপনার নেতারা দাঙ্গা করে। আগে দিল্লি সামলান। পরে বাংলায় এমএলএ কিনতে আসবেন।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/2333250723559826/