জেলা

আসছে ফেনি, দিঘা ও মন্দারমণিতে জারি সতর্কতা

প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনি। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার থেকে ২০৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে ওডিশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা। এইসব রাজ্যের উপকূলবর্তি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।  তাই আগাম সতর্কতা জারি পশ্চিমবঙ্গের দিঘা ও মন্দারমণিতে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী তিনদিন দিঘার সমুদ্র পর্যটকদের স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, চলছে মাইকিং। ঘূর্ণিঝড় ফেনি-র প্রভাব পড়তে চলেছে এ রাজ্যেও। কলকাতা ছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস।