জেলা

‘টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব ‘, তৃণমূল কর্মীদের হুমকি ভারতীর

‘টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব। উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব। কিচ্ছু করতে পারবি না। এক হাজার লোক ঢোকাব। খুঁজে পাওয়া যাবে না তোদের। যা বাড়ি চলে যা। ঘরে ঢুকে যা। তালা মার’– ভারতী ঘোষ

পশ্চিম মেদিনীপুরঃটেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব। বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব।’ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল কর্মীদের হুমকি দিয়ে ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। প্রচারে বেরিয়ে দিন কয়েক আগে কেশপুর থানার ওসিকে শাসিয়েছিলেন তিনি। রীতিমতো ধমক দিয়েছিলেন। আর এবার ভারতী ঘোষের নিশানায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে প্রচারে গিয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আনন্দপুরের গাড়োরবাঘায় যখন প্রচার করছিলেন ভারতী ঘোষ, তখন গ্রামের একটি রকে বসেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তৃণমূল কর্মীদের দেখে আচমকাই মেজাজ হারান বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, ‘টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব। উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে ঢোকাব। কিচ্ছু করতে পারবি না। এক হাজার লোক ঢোকাব। খুঁজে পাওয়া যাবে না তোদের। যা বাড়ি চলে যা। ঘরে ঢুকে যা। তালা মার।’ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। ভারতী ঘোষের এহেন বক্তব্যের পর প্রতিক্রিয়া দিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব। তাঁর কথায়, ‘আমি ভাবতে পারছি না। এটা কি ধরনের রাজনীতি!’ অন্যদিকে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট ও ভিডিও ফুটেজ চেয়েছে নির্বাচন কমিশন। দেখুন ভিডিও –