জেলা

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ১০ কোটির মামলা করবেন প্রার্থী প্রসূন ব্যানার্জি

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে প্রহৃত হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, এবার অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন। ইতিমধ্যে তিনি তাঁর আইনজীবীকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার নির্দেশেও দিয়েছেন। প্রসূন ব্যানার্জি বলেন, ‘আমি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলাম। অর্জুন পুরস্কার পেয়েছি। জাতীয় সম্মানে ভূষিত হয়েছি। ফুটবলার হিসেবে বহু বছর সম্মানের সঙ্গে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। এশিয়াডে ভারতীয় ফুটবল দলের অন্যতম সদস্য ছিলাম। মাঠে কোনওদিন হলুদ কার্ড পর্যন্ত দেখিনি। আমি দু’‌বারের সাংসদ। তা সত্ত্বেও বিনা প্ররোচনায় যেভাবে আমাকে প্রকাশ্যে নির্মমভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিপেটা করল, তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই সঙ্গে আমাকে এবং দলনেত্রী মমতা ব্যানার্জির নাম করে ওরা যে রকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তা কিছুতেই মানতে পারছি না। আমি ঠিক করেছি, এ ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করব। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছে আমার আইনজীবী। শিগগিরই আমি এই মানহানির মামলা দায়ের করব।’‌