জেলা

প্রচুর টাকা সহ গভীর রাতে পিংলায় আটক বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

পশ্চিম মেদিনীপুরঃ ভোটের আবহে রাজ্যে বেজায় অস্বস্তিতে পড়ল বিজেপি৷ পিংলায় ভারতী ঘোষের গাড়ি থেকে উদ্ধার হল ১ লক্ষ ১৩ হাজার টাকা৷ এরপরই ভারতীকে ঘিরে বিক্ষোভ ও অবরোধ। আজ গভীর রাতে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের গাড়ি আটক ঘিরে উত্তেজনা ছড়ায় পিংলায়। অভিযোগ, নিয়ম বহির্ভূত টাকা পাওয়া গিয়েছে প্রাক্তন আইপিএস আধিকারিকের গাড়িতে। যদিও ভারতীর নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, যে টাকা গাড়িতে ছিল, তার বৈধ কাগজপত্র রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন ভারতী ঘোষ, ঘটনাচক্রে তখনই পিংলা থানার মুন্ডুমারিতে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ভারতী ঘোষের গাড়িও তল্লাশি করতে যান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। গাড়িতে ভারতী-সহ ছিলেন চারজন। প্রার্থীর পিছনে আরও তিনটি

গাড়িতে ছিলেন বিজেপি কর্মীরা। প্রথম গাড়িতেই ছিলেন ভারতী। তাঁর গাড়িতে তল্লাশি করতে চাইলে ভারতী বাধা দেন বলে অভিযোগ। মণ্ডলবারের কাছে ফের ভারতীর গাড়ি আটকায় পুলিশ। সেখান পৌঁছে যায় জেলা পুলিশের স্পেশ্যাল টিম। গাড়ি তল্লাশি করার ক্ষেত্রে ভারতী ঘোষ সহযোগিতা করেননি বলে অভিযোগ ওঠে। জানা গিয়েছে, লক্ষাধিক টাকা ছিল গাড়িতে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৫০ হাজারের বেশি টাকা নিয়ে কোনও প্রার্থী বা ব্যক্তি যাতায়াত করতে পারবেন না। ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, গাড়িতে চার জন ছিলেন। সেক্ষেত্রে গাড়িতে ছিল ১ লক্ষ ১৩ হাজার টাকা ছিল। তরপর তল্লাশিতে আপত্তি জানান একদা দুঁদে পুলিশ আধিকারিক। সূত্রের খবর গ্রামের একটি বাড়িতে তাঁকে বসিয়ে কথা বলছে পুলিশ।বিজেপি যদিও অভিযোগ করেছে, তৃণমূল ষড়যন্ত্র করে পুলিশকে দিয়ে এই কাজ করিয়েছে। পাল্টা তৃণমূলের অভিযোগ, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনস্থ। এখানে তৃণমূলের কোনও হাত নেই।