জেলা

রাত ফুরোলেই ষষ্ঠ দফার নির্বাচন

প্রিয়াঙ্কা সেনগুপ্তঃ রাত ফুরোলেই ষষ্ঠ দফার নির্বাচন, আর এই নির্বাচনে অংশগ্রহণ করছে ঘাটাল, পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া শহর প্রত্যন্ত জঙ্গলে লোকসভা কেন্দ্র গুলি। এখন চলছে তার চরম প্রস্তুতি। এ দিন মেদিনীপুর কলেজের সেই ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুতির ছবি দেখা গেল। বলা যায় যে ২০১৯ এর সপ্তদশ লোকসভা নির্বাচনে এবারে ঘাটাল ও পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মোট ১৪ টি বিধানসভার ভোট অনুষ্ঠিত হতে চলেছে । এবারের লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর থেকে ৯জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দল থেকে দাঁড়িয়েছেন, ঘাটাল থেকে দাঁড়িয়েছেন ৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী। তাই রাজনৈতিক মহলের বক্তব্য এবারে পশ্চিম মেদিনীপুরে লোকসভা নির্বাচনে ভোট হবে টক্করে টক্করে। কারণ একদিকে থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অপরদিকে থাকছে চিত্র অভিনেতা দেব, একসময়ের আই পি এস অফিসার ভারতী ঘোষ অপরদিকে দাপুটে নেতা মানস রঞ্জন ভূঁইয়া। রাজনৈতিক মহলের বক্তব্য একদিকে যেমন বামেদের ভোট কমেছে অপরদিকে মাথাচাড়া দিয়েছে গেরুয়া শিবির, তাই ভোটের ফলাফল কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জনগণ। উল্লেখ্য গত 2016 বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলায় বিধানসভার ক্ষেত্রে একটি বিজেপি বাদে সব গুলি তৃণমূলের দখলে ছিল। ২০১৪ লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে, তার থেকে কম ভোট পেয়ে তৃণমূলের পর দ্বিতীয় সারিতে ছিল বামেরা কিন্তু সময় পরিবর্তনের সাথে জঙ্গলমহলের বেশ কিছুটা অংশসহ পশ্চিম মেদিনীপুর জেলায় গেরুয়া শিবিরের মাথাচাড়া দিয়েছে যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। যা গত পঞ্চায়েত নির্বাচনে বেশ কিছুটা আভাস পাওয়া গিয়েছে ।