কলকাতা

‘কেন জওয়ানদের রক্ত দিয়ে রাজনীতি করা হবে’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

তন্ময় উপাধ্যায়, কলকাতাঃ  আমরা ফোর্সের পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা জনগণের পক্ষে, আমরা মানুষের পক্ষে। কিন্তু আমরা মোদি বাবুর বিরুদ্ধে – একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ নবান্নে তিনি আরও বলেন, “মোদি বাবু আপনি দেশের প্রধানমন্ত্রী পদের লজ্জা।” তিনি এও বলেন, দেশের মানুষ প্রকৃত তথ্য জানতে পারছে না, এটা মিডিয়ার গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়। দেশের সাধারণ মানুষ হিসেবে আমার কথা বলার অধিকার আছে। তিনি ক্ষোভের সাথে জানান, কেন জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করা হবে? কেন তাদের বাঁচানোর চেষ্টা করা হল না আগে থেকে তথ্য থাকা সত্ত্বেও কেন উদ্যোগ নেওয়া হল না কে দায়ী। এর মাধ্যমে নির্বাচনে জিতবে এটা হবে না। যারা জওয়ানদের রক্ত নিয়ে রাজনীতি করছে আমি তাদের সমালোচনা করি। আমরা জাওয়ান দের পক্ষে দেশের পক্ষে শান্তির পক্ষে আমরা মোদির বিপক্ষে মোদী অমিত শাহ বিজেপি পার্টি তাকে প্রাইভেট কোম্পানিতে পরিণত করেছে আর সবাইকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে রেখেছে। যে সমালোচনা করছে তাকেই পাকিস্তানি বানিয়ে দিচ্ছে, দেশদ্রোহী বানিয়ে দিচ্ছে। দেখুন ভিডিও –