কলকাতা

কলকাতায় এলেন বাংলাদেশের ১১ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ কলকাতা সফরে এলেন বাংলাদেশের ১১ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আজ এই প্রতিনিধি দল বৈঠক করেন কলকাতার প্রধান পুরভবনে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কলকাতার । বৈঠকের বিষয় ছিল পশ্চিমবঙ্গের নগরায়ণ ও শহরের সৌন্দর্যয়ান প্রকল্পের খুঁটিনাটি বিষয় নিয়ে। যা আগামীতে কাজে লাগতে পারে বাংলাদেশের নগরায়ন ও সৌন্দর্য়্যয়েন জন্য। বৈঠক শেষে মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিক উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ -ভারত দুই নিকট প্রতিবেশী দেশ এবং উভয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কলকাতার কৃষ্টি এবং বাংলাদেশে সাংস্কৃতি প্রায় একই রকম। আমরা ড্রেনেজ এবং সলিট বেশ গার্বেজের ম্যানেজমেন্ট ভারত কি ভাবে করছে সেটা দেখার উদ্দেশ্যে আমি আমার সফর সঙ্গীদের নিয়ে এখানে এসেছি। আমরা এখানে কলকাতার মেয়রের সাথে বিষয়গুলো শেয়ার করি। উনিও জানতে চান বাংলাদেশে কি ভাবে হয়। তাতে মেয়রেরও অনেক কিছু বিষয় ভালো লেগেছে। মেয়র বলেছেন আমাদের কিছু বিষয় কলকাতায় ফলপ্রসু করা যায় কি না তা দেখবেন। এক কথায় আমারা উভয় দেশ আমাদের পরিকল্পনা আদান প্রদান করি।  কলকাতার মেয়র বলেন, বাংলাদেশের মন্ত্রী এসেছিলেন। দীর্ঘ আলোচনা হয়। ওনাদেরও কিছু পরিকল্পনা ভালো লাগে। মেয়র জানান, আমাদের দুটি বিষয় মন্ত্রী ভালো লেগেছে। এক, কলকাতার নর্দমার জল গঙ্গায় এখন সরাসরি পড়ে না তা ফিল্টার হয়ে পড়ে সেই প্রক্রিয়াটা এবং দ্বিতীয়ত, গার্বেজ অর্থাৎ  কি পচনশীল আবর্জনা কোন প্রক্রিয়ায় আগে শুকিয়ে ফেলে হয়। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে আলাপ অলোচনা চলে। মেয়র এও বলেন, আমি বাংলাদেশকে আলাদা ভাবে দেখি না। দুই দেশ হলেও উভয়ের মধ্যে যথেষ্ট ভাতৃত্ব আছে। আর যতদিন আমি আছি, বাংলাদেশের নগর পরিকল্পনার জন্য নিশ্চই সহযোগিতা করব। এদিন উপস্থিত ছিলেন কলকাতা উপদুতাবাসের কর্মকর্তারা। দেখুন ভিডিও –