কলকাতা

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সেক্টর ফাইভের মহিষ বাথান এলাকা

কলকাতাঃ গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সেক্টর ফাইভের মহিষ বাথান এলাকা। ক্লাবে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে ইলেকট্রনিকস কমপ্লেক্স থানার পুলিশ। একদল মানুষ অভিযোগ করে মারার সময় বলছিল তোরা সব বিজেপি হয়ে গেছিস। অভিযোগের তীর ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়দেব নস্করের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় চার জন আহত বলে দাবি করা হয়েছে, অভিযোগকারীদের পক্ষে। মহিষবাথান এলাকার মিলিত সংঘের ক্লাব ঘরটিতে ভাঙচুর ও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। মিলিত সংঘের সদস্যদের দাবি রাত ১২ টা ২০ নাগাদ যখন বেশ কয়েকজন ক্লাবের সদস্য বসে ছিল সেই সময়, বেশ কয়েকজন বহিরাগত এসে যারা বসে ছিল তাদের কে মারধর করে। সবাই পালাতে শুরু করে সেই সময় মারধর করা হয়। বহিরাগতরা বলতে থাকে তোরা এখন সব বিজেপি হয়ে গেছিস। কাউন্সিলর জয়দেব নস্কর এর ছেলেরা এসব কথা বলে।গুলি করতে করতে ঢুকলো আমরা তৃণমূল করি জয়দেব ও তৃণমূল করে। যদিও প্রকাশ্যে গোষ্ঠীদন্দ মানতে নারাজ। তবে তাদের দাবি এরাও তৃণমূল করে আর এই হামলা চালায় কাউন্সিলর জয়দেব নস্কর এর অনুগামীরা। ঘটনার পর থেকে এলাকার মানুষরা আতঙ্কিত। ঘটনাস্থলে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইলেকট্রনিকস কমপ্লেক্স থানার পুলিশ। দেখুন ভিডিও –

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সেক্টর ফাইভের মহিষ বাথান এলাকা… দেখুন ভিডিও
মহিষবাথান এলাকার মিলিত সংঘের ক্লাব ঘরটিতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ