কলকাতা

একনজরে কয়েকটি আসনে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম !

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ আজকেই লোকসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সোমবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার সঙ্গেই জল্পনা ছড়িয়েছে সবমহলেই। তালিকায় কারা থাকতে চলেছে, কারাই বা বাদ পড়তে চলেছেন, তাই নিয়েই চলেছে জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা ও আশপাশের আসনগুলিতে পুরনো প্রার্থী তথা সাংসদরাই এবারও প্রার্থী হবেন। যাঁদের মধ্যে রয়েছেন, কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণ থেকে সুব্রত বক্সি, ডায়মন্ডহারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, দমদম সৌগত রায়, বারাসত কাকলি ঘোষ দস্তিদার, ঘাটাল থেকে দেব, বোলপুর অসিত মাল, বীরভূম শতাব্দী রায়। কমকরে দশটি আসনে এবার নতুন প্রার্থীদের দেখা যেতে পারে। ইতিমধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুরের সৌমিত্র খান এবং বোলপুরের অনুপম হাজরাকে বহিষ্কার করেছে তৃণমূল। এছাড়াও, ঝাড়গ্রাম থেকে উমা সোরেন, বাঁকুড়া থেকে মুনমুন সেন, কৃষ্ণনগর থেকে তাপস পাল, আরামবাগ থেকে অপরূপা পোদ্দারকে প্রার্থী করার সম্ভাবনা নেই বললেই চলে। বাদ পড়ার সম্ভাবনা রয়েছে ইদ্রিস আলি, সুগত বসু এবং চৌধুরী মোহন জাটুয়ারও। প্রার্থী তালিকায় রায়গঞ্জ থেকে থাকতে পারেন কানাইলাল আগরওয়াল। বহরমপুর থেকে তালিকায় থাকতে পারেন অপূর্ব সরকার। বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আব্দুল হালিমের বড় ছেলের নাম প্রার্থী তালিকায় দেখা যেতে পারে।

একনজরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকাঃ –

জলপাইগুড়ি
ছিলেন-বিজয় বর্মন
সম্ভাব্য- বিজয় বর্মন
দার্জিলিং
ছিলেন- বাইচুং ভুটিয়া
সম্ভাব্য- অমর রাই
কোচবিহার
ছিলেন-পার্থপ্রতিম রায়
সম্ভাব্য- পার্থপ্রতিম রায়/বংশীবদন বর্মন
আলিপুরদুয়ার
ছিলেন- দশরথ তিরকে
সম্ভাব্য- দশরথ তিরকে
রায়গঞ্জ
ছিলেন- সত্যরঞ্জন দাসমুন্সি
সম্ভাব্য- কানহাইয়ালাল আগরওয়াল
বালুরঘাট
ছিলেন- অর্পিতা ঘোষ
সম্ভাব্য- অর্পিতা ঘোষ
মালদহ উত্তর
ছিলেন- সৌমিত্র রায়
সম্ভাব্য- মৌসম বেনজির নূর
মালদহ দক্ষিণ
ছিলেন- মোয়াজ্জেম হোসেন
সম্ভাব্য- মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর
ছিলেন- হাজি নুরুল ইসলাম
সম্ভাব্য- খলিলুর রহমান
মুর্শিদাবাদ
ছিলেন- মহম্মদ আলি
সম্ভাব্য- আবু তাহের
বহরমপুর
ছিলেন- ইন্দ্রনীল সেন
সম্ভাব্য- অপূর্ব সরকার
কৃষ্ণনগর
ছিলেন- তাপস পাল
সম্ভাব্য- মহুয়া মৈত্র
রানাঘাট
ছিলেন- সৌগত বর্মন
সম্ভাব্য- সৌগত বর্মন
বনগাঁ
ছিলেন- মমতাবালা ঠাকুর
সম্ভাব্য- মমতাবালা ঠাকুর
বারাকপুর
ছিলেন- দীনেশ ত্রিবেদী
সম্ভাব্য- দীনেশ ত্রিবেদী
দমদম
ছিলেন- সৌগত রায়
সম্ভাব্য- সৌগত রায়
বারাসত
ছিলেন- কাকলি ঘোষ দস্তিদার
সম্ভাব্য- কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট
ছিলেন- ইদ্রিশ আলি
সম্ভাব্য- মোর্তাজা হোসেন
জয়নগর
ছিলেন- প্রতিমা মণ্ডল
সম্ভাব্য- প্রতিমা মণ্ডল
মথুরাপুর
ছিলেন- সি এম জাটুয়া
সম্ভাব্য- সি এম জাটুয়া
ডায়মন্ডহারবার
ছিলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর
ছিলেন- সুগত বসু
সম্ভাব্য- সুগত বসু/অরূপ বিশ্বাস
কলকাতা দক্ষিণ
ছিলেন- সুব্রত বক্সি
সম্ভাব্য- সুব্রত বক্সি
কলকাতা উত্তর
ছিলেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া
ছিলেন- প্রসূন বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া
ছিলেন- সাজদা আহমেদ
সম্ভাব্য- সাজদা আহমেদ
শ্রীরামপুর
ছিলেন- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি
ছিলেন- রত্না দে নাগ
সম্ভাব্য- রত্না দে নাগ
আরামবাগ
ছিলেন- অপরূপা পোদ্দার
সম্ভাব্য- অসীমা পাত্র
তমলুক
ছিলেন- দিব্যেন্দু অধিকারী
সম্ভাব্য- দিব্যেন্দু অধিকারী
কাঁথি
ছিলেন- শিশির অধিকারী
সম্ভাব্য- শিশির অধিকারী
ঘাটাল
ছিলেন- দীপক অধিকারী (দেব)
সম্ভাব্য- দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম
ছিলেন- উমা সোরেন
সম্ভাব্য- নিত্যানন্দ হেমব্রম
মেদিনীপুর
ছিলেন- সন্ধ্যা রায়
সম্ভাব্য- মানস ভুঁইয়া
পুরুলিয়া
ছিলেন- মৃগাঙ্ক মাহাত
সম্ভাব্য- মৃগাঙ্ক মাহাত
বাঁকুড়া
ছিলেন- মুনমুন সেন
সম্ভাব্য- শম্পা দরিপা/ শমীক চক্রবর্তী
বিষ্ণুপুর
ছিলেন- সৌমিত্র খাঁ
সম্ভাব্য- শ্যামল সাঁতরা
বর্ধমান পূর্ব
ছিলেন- সুনীল মন্ডল
সম্ভাব্য- সুনীল মন্ডল
বর্ধমান দুর্গাপুর
ছিলেন- মমতা সঙ্ঘমিত্রা
সম্ভাব্য- নুসরত জাহান/ ইন্দ্রানী হালদার
আসানসোল
ছিলেন- দোলা সেন
সম্ভাব্য- জিতেন্দ্রকুমার তিওয়ারি/ কর্নেল দীপ্তাংশু চৌধুরি
বোলপুর
ছিলেন- অনুপম হাজরা
সম্ভাব্য- অসিত মাল
বীরভূম
ছিলেন- শতাব্দী রায়
সম্ভাব্য- শতাব্দী রায়

ফাইল চিত্র।