কলকাতা

প্রত্যেক দলের সঙ্গে আলাদা বৈঠক উপ মুখ্য নির্বাচন কমিশনারের

কলকাতাঃ রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নিদান দিলেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। শনিবার সকাল থেকে তিনি দফায় দফায় বৈঠক করেন রাজনৈতিক দলগুলির সঙ্গে।  উপ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আসেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। সিপিএম-এর পক্ষ থেকে রবিন দেব। কংগ্রেসের পক্ষ থেকে আসেন প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক এল এন মীনা। প্রত্যেকটি দলের সঙ্গে আলাদা আলাদা করে বসবেন উপ মুখ্য নির্বাচন কমিশনার। ৯টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে উপ মুখ্য নির্বাচন কমিশনার। বিকেলে তিনি জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন। এরপর জেলাশাসকদের সঙ্গে কথা বলেন তিনি। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনও অফিসার যদি কাজ করতে বাধা দেন, তবে আমাদের নাম দিন। তা না হলে বুঝব আপনারাও জড়িত। এদিন পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠক করেন উপমুখ্য নির্বাচন কমিশনার। তিনি পুলিস সুপারদের নির্দেশ দেন আধাসেনাকে ঠিকমতো ব্যবহার করার। আধা সেনাদের রুটমার্চ শুরু করতে অবিলম্বে, তাও জানিয়ে দেন উপমুখ্য নির্বাচন কমিশনার। প্রতীকী ছবি।